রাজধানীর নিউমার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকেই ৭টি লাইনের মাধ্যমে পানি নেয়া হচ্ছে।
পানির দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের কমকর্তা বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের পুকুর থেকে এখন পর্যন্ত ৭টি লাইনের মাধ্যমে পানি নেয়া হচ্ছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে।
এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেনা, নৌ ও বিমানবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে যোগ দিয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণী সাহায্যকারী দল যুক্ত হয়েছে। পাশাপাশি বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। এ ছাড়া নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।
বিদ্যুতের অধিক লোড ও বৈদ্যুতিক লাইনের মেরামত না করায় রাজধানীর নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আফ/দীপ্ত সংবাদ