উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা দাবিতে রাজধানী ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষার্থীরা চোখে লাল কাপড় বেঁধে ক্যাম্পাস ত্যাগ করেন। তারা দু‘টি বাসে করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের দাবি, ৬ দফা দাবির একটিও বাস্তবায়ন হয়নি। তারা বলেন, “আমরা নিরাপদে আমাদের আন্দোলন চালিয়ে যাব, তবে শিক্ষা কার্যক্রমে ফেরার জন্য সরকারের পক্ষ থেকে আমাদের দাবিগুলোর বাস্তবায়ন জরুরি।”
এদিকে, গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।