বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকা। গত ক’দিনে যেখানে মান কিছুটা ভালো হয়ে ১৫৩ স্কোর নিয়ে ৭তম অবস্থানে ছিল, সেখানে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) শীর্ষ তিনে অবস্থান করছে ঢাকা। এ দিন সকাল ৭টায় ঢাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৫৮। যাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এছাড়া বাতাসের মান অনুসারে ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, এই সময়ে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দেখা গেছে চীনের বেইজিংকে। এ দিন শহরটির স্কোর ছিল ৮৪৫। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি, স্কোর ৩১২। এছাড়া চতুর্থ অবস্থানে ২১০ স্কোর নিয়ে আছে থাইল্যান্ডের চিয়াং মাই ও পঞ্চম স্থানে ১৮৮ স্কোর নিয়ে আছে পাকিস্তানের লাহোর। আর তালিকায় ছয় ও সাত নম্বরে আছে যথাক্রমে ভারতের কলকাতা ও নেপালের কাঠমান্ডু এবং অষ্টম, নবম ও দশম স্থানে যথাক্রমে চীনের চেংডু, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও চীনের উহান শহর রয়েছে।
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি– বছরের চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এরমধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।
যূথি/ দীপ্ত সংবাদ