অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এরমধ্যে দিয়ে ড. ইউনূসসহ আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো।
বুধবার (১২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ আদেশ দেন। একই সঙ্গে পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী ১৫ জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত।
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়।
ড. মুহাম্মদ ইউনুস ছাড়াও এই মামলায় আরো ১৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের আগে বিচারক অভিযোগ পড়ে শোনানোর পর তারা দোষ অস্বীকার করে সঠিক বিচারের দাবি জানান।
গত বছর ৩০ মে দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে মামলাটি করেন।
এজে/দীপ্ত সংবাদ