বিজ্ঞাপন
রবিবার, জুলাই ৬, ২০২৫
রবিবার, জুলাই ৬, ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে কারাগারে মশক নিধন অভিযান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মানিকগঞ্জ জেলা কারাগারের উদ্যোগে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এ কার্যক্রমে কারাগারের অভ্যন্তরসহ কারা এলাকার আশপাশে ছিটানো হয় কীটনাশক।

কারা কর্তৃপক্ষ জানায়, বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারাগারের কর্মকর্তাকর্মচারী সহ স্কাউট সদস্য ও উচুটিয়া হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার শিক্ষকশিক্ষার্থীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান, জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ মো. জাবেদ খান, ডেপুটি জেলার ফেরদৌস মিয়া, উচুটিয়া হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আবুল খায়ের মোহাম্মদ বাশির প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান জানান, বন্দিদের সুস্থতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। নিয়মিত পরিচ্ছন্নতা রক্ষা ও মশক নিধন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

চন্দন/আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More