মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সারাদেশে ডেঙ্গুতে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬ জন । এ সময় ডেঙ্গু নিয়ে আরও ২ হাজার ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজধানী ঢাকার ৯ জন, ঢাকার বাইরের ৮ জন। সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৮২ জনের মধ্যে ঢাকায় ৬২৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ২৫৩ জন।

চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৮৮ জনে। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৩ হাজার ৮৫১ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ২২ হাজার ৪৩৭ জন রয়েছেন।

জনস্বাস্থ্যবিদেরা আশঙ্কা করছেন, এবার ডেঙ্গু দীর্ঘস্থায়ী হতে পারে। কারণ, থেমে থেমে বৃষ্টি কমছেই না। আবার এর সঙ্গে আছে তীব্র গরম। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় তৎপরতারও অনেকটাই অভাব আছে।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। এ ছাড়া ডেঙ্গুতে ২০২১ সালে মৃত্যু হয়েছিল ১০৫ জনের, ২০২০ সালে ৭ জন এবং ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More