ভারতীয় ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় দুই তারকা ক্রীড়াবিদ মোহাম্মদ শামি ও সানিয়া মির্জা। তবে দেশ ও দলকে সর্বোচ্চ দিলেও তাদের উভয়ের ব্যক্তিগত জীবন তেমন সুখের হয়নি।
এ বছরের শুরুতে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর আসে গণমাধ্যমে। এরপরই জানা যায়, ভারতীয় সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ হয়েছে শোয়েব মালিকের।
এরপর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সানিয়া মির্জার সঙ্গে ভারতীয় পেসার মোহাম্মদ শামির বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে এ গুঞ্জন প্রকট আকার ধারণ করলে ক্ষুব্ধ হয়ে ওঠে সানিয়ার পরিবার। সাবেক টেনিস তারকার বাবা এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
সানিয়া মির্জা এখন একা, সাবেক স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিচ্ছেদের মামলা নিয়ে এখনো আদালত–বাসা করে চলেছেন শামিও। দুজনের একা থাকাই হয়তো সানিয়া–শামিকে ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়ার কারণ। তবে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে সানিয়া মির্জার বাবা ইমরান বলেছেন, ‘এগুলো একদম ভুয়া। আজ পর্যন্ত শামির সঙ্গে সানিয়ার দেখাই হয়নি।’
আল / দীপ্ত সংবাদ