ঢাকা–১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের দিন হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে গেছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ডিবি কার্যালয়ে যান তিনি।
হিরো আলম গণমাধ্যমকে বলেন, ডিবি কার্যালয় থেকে ফোন করে আমাকে আসতে বলেছে। আমার ওপর হামলাকারীদের শনাক্ত করতে এখানে এসেছি।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের শনাক্ত করার জন্য তাকে ডিবি কার্যালয় ডাকা হয়েছে।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত সোমবার (১৭ জুলাই) বিকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। পরে তাকে রামপুরায় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।