বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

ডিজে শাহারিয়ার ও মহুয়ার “বরিশালের লঞ্চ”

Avatar photodadmin

সম্প্রতি ডিজে শাহারিয়ার ‘ বরিশালের লঞ্চ ’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেছেন। গানটিতে তার সাথে কন্ঠ দিয়েছেন মহুয়া। গানটি ডিজে শাহারিয়ার এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এর আগে ডিজে শাহারিয়ার ফিচারিং আনিকা ‘ লীলাবালি ’ ডিজে শাহারিয়ার ফিচারিং পারভেজ সাজ্জাদ এর ‘ আজ পাশা ’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।

শাহারিয়ার বলেন, সব সময় চেষ্টা করি দর্শকদের নতুন নতুন চমক উপহার দেয়ার জন্য। গানটিতে পরিচালক নাসিমুল মুরসালিন ও কোরিওগ্রাফার হিসেবে ছিলেন গোপাল রায়। সংগীত আয়োজনে ছিলেন শাহারিয়ার ও আদিব কবির। অভিনয়ে ছিলেন শাহারিয়ার ও সাদিয়া ইথিলা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More