রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

ডিজিটাল সাংবাদিকতায় শ্রেষ্ঠদের স্বীকৃতি দিলো ডিএমএফ

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতা ও উদ্ভাবনী কনটেন্ট নির্মাণে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজিত এই দ্বিতীয় আসরে দেশের সেরা অনলাইন, মাল্টিমডিয়া সাংবাদিক, নির্মাতা ও ডিজিটাল উদ্যোক্তাদের হাতে তুলে দেয়া হয় বিশেষ সম্মাননা।

শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে লেকশোর হাইটস হোটেলে এ পুরস্কার তুলে দেয়া হয়।

এ বছর বিভিন্ন বিভাগে ২৬ জন পুরস্কার পেয়েছেন। তারা হলেনজাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক তুষার ইসলাম, বৈশাখী টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তন্ময় উদ্দৌলাহ, ঢাকা পোস্টের হেড অব রিসার্চ অ্যান্ড এডিটোরিয়াল বিনয় দত্ত, ৭১ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার ফারুক হোসেন মজুমদার, চ্যানেল আইয়ের স্পোর্টস রিপোর্টার আবু রায়হান ইফাত, দৈনিক আমাদের সময়ের সাব এডিটর কুদরাত উল্লাহ, দ্য ডেইলি সানের সিনিয়র সাব এডিটর (কালচার ও এন্টারটেইনমেন্ট ইনচার্জ) মো. জাহিদুল ইসলাম, গ্লোবাল টিভির হেড অব ডিজিটাল ইমরান হক, দৈনিক নতুন সংবাদের স্টাফ রিপোর্টার (অপরাধ) খান শান্ত, বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ, বার্তা২৪.কমের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. সিফাত রানা, এখন টিভির রিপোর্টার আসিফ ইকবাল, ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার মোস্তফা ইমরুল কায়েস, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার জাফর ইকবাল, এনটিভি অনলাইনের পাবনা জেলা সংবাদদাতা মো. পলাশ হোসেন, দৈনিক কালবেলার মেহেরপুর জেলা সংবাদদাতা খান মাহমুদ আল রাফি, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার এস. কে. সাগর, ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভস আরিফুল ইসলাম আরমান, দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সোলায়মান হোসেন শাওন, নিউজ২৪এর মাল্টিমিডিয়া রিপোর্টার শারমিন পারভিন (লিয়ানা), দৈনিক যুগান্তরের নিউজরুম এডিটর ও মাল্টিমিডিয়া রিপোর্টার মো. ওয়ালিউল হাসানাত, ঢাকা পোস্টের হেড অব মাল্টিমিডিয়া সাইফুল ইসলাম, দৈনিক করতোয়ার মাল্টিমিডিয়া রিপোর্টার সামিউল আলিম, সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ন্ডের মাল্টিমিডিয়া চায়না করেসপন্ডেন্ট মাহির দিয়ান মাহদি, কানাডার টরন্টো প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মজিদ সুজন ও গ্লোবাল টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট মো. আব্দুল খালেক।

এছাড়া ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জুরি স্পেশাল অ্যাওয়ার্ড দেয়া হয়। ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসেন, কিরন কর্পোরেট স্কিল ডেভেলপমেন্ট, পাঠাও অ্যাপ, এনটিভি ডিজিটালের ফখরুদ্দিন জুয়েল, দীপ্তপ্লের আবু নাসিম, এনইউএসডিএফ (রিয়াজ হোসেন), স্টার ফেয়ার (চট্টগ্রাম) আলমগীর হোসেন আলো, চেকমেট ইভেন্টসের ফাউন্ডার মুহাম্মদ আমিনুর রহমান, গাজী পাম্পস অ্যান্ড মোটরস, প্রিমিয়াম হোমস লিমিটেড, যমুনা এসি, এনপলি, পালমপে, ওয়ালটন ফ্রিজ, ইগনাইট ইয়ুথ ফাউন্ডেশনের জহিরুল ইসলাম, উইগ্রো, ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব (আইওজেএইচ), স্যাট একাডেমি, নুসরাত শামস মানিয়া, দৈনিক রূপালী বাংলাদেশের জিএম ও হেড অব মার্কেটিং মো. গিয়াস উদ্দিন ইমন, আব্দুর রউফ, সৈয়দ আবিদ হোসেন সামি, ইমরুল কাওসার ইমন, শিব্বির মাহমুদ (দিগন্ত মিডিয়া গ্রুপ), দৈনিক কালবেলা, দৈনিক যুগান্তর, শামসুদ্দিন হায়দার ডালিম ও শহিদুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, জিটিভির হেড অব মার্কেটিং ফেরদৌস নাঈম পরাগসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. তৃণা ইসলাম ও ফয়সাল তিতুমীর।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডিজিটাল মিডিয়ার মানোন্নয়ন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং মিডিয়া উদ্যোক্তাদের উৎসাহ দিতে কাজ করছে ডিজিটাল মিডিয়া ফোরাম। প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশ ও নৈতিক ডিজিটাল রিপোর্টিং সংস্কৃতি গড়ে তুলতে এই অ্যাওয়ার্ড ভূমিকা রাখবে।

২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ডিজিটাল মিডিয়া ফোরাম বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও উদ্ভাবন বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান করে আসছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More