বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে সাভারের আশুলিয়ায় মির্জানগরে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে লাশবাহী ফ্রিজার ভ্যানে করে পৌছে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৪ টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৪র্থ জানাজা শেষে সাভারের উদ্দেশ্যে রওনা দেয় লাশবাহী গাড়ি।
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সকাল ১০ টা থেকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এরপর জুমার নামাজ শেষে পিএইচ এ মাঠে আরেকটি জানাজা শেষে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সুচনা ভবনের পিছনে ঢাকা আরিচা মহাসড়কের পাশে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডাঃ মঞ্জুর কাদির। সাভারে পৌছলেও আজ রাতে আর কোন আনুষ্ঠানিকতা নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।
এদিক গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ পৌছলে কান্নায় ভেঙে পড়েন তার দীর্ঘদিনে কর্মকর্তা ও কর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত কিডনিজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আল/দীপ্ত সংবাদ