শুক্রবার, নভেম্বর ১, ২০২৪

ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ

দীপ্ত নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন। সেখানে তিনি লেখেন, ‘সায়মা ওয়াজেদ WHO এর আঞ্চলিক পরিচালক হিসেবে আগামী পাঁচ বছরের জন্য ৮ ২ ভোটে নির্বাচিত।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি পোস্টে লেখেন, আমার জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন। আমি ডব্লিওএইচওর সদস্যদেশগুলোর সামনে আমার ভিশন ও পরিকল্পনা পেশ করব। আমি বিশ্বাস করি তাঁরা আমার ভিশন ও পরিকল্পনায় আগ্রহী হবেন। আমি এটাও আশা করছি যে, তাঁরা আমাকে ডব্লিওএইচওর আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত করবেন।

বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে মনোনীত করেছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। তিনি ২০১১ সালে ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজন করেন। ২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন।

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

সম্পাদক: এস এম আকাশ

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.