ঠাকুরগাঁওয়ে পাইকারি বাজারে সুস্বাদু আমরুপালী ও র্সূযপুরী আম বিক্রি হচ্ছে ৮ টাকা কেজি দরে। এত বিপাকে পড়েছে স্থানীয় আম ব্যবসায়ীরা।
আমরে উৎপাদন বেশি হলওে কম ক্রেতা সমাগম কম হওয়ায় বাজাররে দরপতন বলে মনে করছে কৃষি বিভাগ।
পাইকারি বাজারে দাম কম হলওে খুচরা বাজারে এর সুফল মিলছেনা বলে অভিযোগ সাধারন ক্রেতাদের। খুচরা বাজারে নিয়মিত ৩০ থকেে ৩৫ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে র্সূযপুরী, আমরুপালী সহ স্থানীয় বিভিন্ন জাতরে আম।
গতবছর যেখানে জনপ্রিয় র্সূযপুরী আম প্রতি মণ বিক্রি হয়েছে ১৬০০ থেকে ১৭০০ টাকা র্পযন্ত কিন্তু এ বছর ৩০০ থকেে ৪০০ টাকা মণ দরে আম নেওয়ার মতো ক্রেতাও পাচ্ছেনা আম ব্যবসায়ীরা। ফলে বিপুল লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তাদের।
ঠাকুরগাঁও জেলায় এই মৌসুমে প্রায় ৪ হাজার ৭শ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। জেলার আমের বৃহত্তম পাইকারি বাজার রোড যুবসংসদ মাঠ। প্রতিবছর এই বাজার থেকেই আমের যোগান যায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।
আম ব্যবসায়ীরা বলছনে, বাজারে র্পযাপ্ত আম আমদানি হলেও ক্রেতার সমাগম নেই। এক দুইদিন আম অবিক্রিত থাকলেই পেকে যাচ্ছে। পাকা আম ক্রেতারা নিতে চান না, তাই ৭ থেকে ৮ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, ঠাকুরগাঁওয়ে এবছর বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসায় আমের ব্যাপক উৎপাদন হয়েছে, তাই এবার আমের বাজার দরটা কম।
মঈনুদ্দীন/এসএ/দীপ্ত নিউজ