ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ফেনীর ফাজিলপুর এলাকায় এ দূঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার ফাজিলপুর মসজিদের পাশে লাকী শেখ আহাম্মদের বাড়ি সংলগ্ন ডাউন রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার আনুমানিক বয়স ১৬–১৭ হবে। পরে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ জিআরপি পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ দীপক দেওয়ান জানান, সম্ভবত চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যেতে ট্রেনের ছাদে উঠে ভ্রমণের সময় ট্রেন থেকে পড়ে যুবকটির মৃত্য হতে পারে। মৃত কিশোরের নাম–পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আল–মামুন