টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত ‘ট্রাব অ্যাওয়ার্ড ২০২৫’–এ সাংবাদিক ও ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শিউলী রোজা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্ম সেমিনার হলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
সাংবাদিকতা, সংগীত, সিনেমা, নাটক, ওটিটি, ফ্যাশন ও ব্যবসায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা জানানো হয় এবারের আসরে।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে শিউলী রোজা বলেন, একটি ঐতিহ্যবাহী পুরস্কার অর্জন করা নিঃসন্দেহে গর্বের বিষয়। ট্রাব কমিটিকে ধন্যবাদ, যারা আমাকে কাজের অনুপ্রেরণা দিতে এই সম্মাননা দিয়েছেন।“
এর আগে, নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকবার সম্মাননা পেয়েছেন শিউলী রোজা।
সাংবাদিকতার ছয় বছরের ক্যারিয়ারে তিনি ইতিমধ্যে বেশ সফলতা অর্জন করেছেন।
এসএ