সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

ট্রাফিক পুলিশ নিহতের ঘটনায় গ্রেপ্তার-৩

গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় রংপুর মহানগর থেকে ঘাতক ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যেমকে জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘাতক ট্রাক চালক জামাল মিয়া (৩৫), তার সহকারী মশিউর রহমান (২৯) এবং ট্রাকটির মূল মালিক আনিসুর রহমান (৪৪)। তাদের তিনজনের বাড়িই রংপুরের মাহিগঞ্জ এলাকায়।

পুলিশ সুপার জানান, ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের ও ট্রাকটি সনাক্ত করা হয়। শুক্রবার বিকেলে রংপুর মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে ।সেইসঙ্গে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এসপি কামাল হোসেন আরও জানান, ওইদিন ট্রাক চাপার পর আসামীরা ট্রাকটির রং পরিবর্তনের জন্য মাহিগঞ্জের একটি গ্যারেজে রেখে যায়। এর আগে, গত ২৩ আগস্ট রাতে ট্রাকটির মালিক আনিছুর রহমান নিজেই ট্রাক চালক হওয়া সত্তে ও বদলী হিসেবে হেলপার জামাল মিয়াকে রংপুর থেকে বালাসীঘাটে আলু নিয়ে পাঠান। সেখানে ভোররাতে আলু আনলোড করে রংপুরের উদ্দেশে রওনা হয় তারা। পথে সকাল ৬টা ২০ মিনিটের দিকে গাইবান্ধা শহরের পুরনো জেলখানা মোড়ে পৌঁছলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামানিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তিনি।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ধ্রত্নব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), অফিসার ইনচার্জ (সদর থানা)গাইবান্ধাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সাংবাদিকবৃন্দ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More