প্রধান সড়কে উঠতে না দেওয়ায় টঙ্গীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য মোহাম্মদ সাঈদের (৫০) মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছেন মো. মুস্তাকিন (৩৫) নামে এক অটোরিকশা চালক।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. সাঈদ (৬০) গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত। অন্যদিকে অভিযুক্ত অটোরিকশা চালক মো. মুস্তাকিন (৩৫) টঙ্গী, দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে দায়িত্ব পালনকালে কনস্টেবল সাঈদ অটোরিকশা চালকদের মেইন রোডে প্রবেশ না করার নির্দেশ দেন। কিন্তু চালক মুস্তাকিন নির্দেশ অমান্য করে জোরপূর্বক রাস্তায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় সাঈদ তার হাতে থাকা টেস্টার (স্ক্রু ড্রাইভার) দিয়ে অটোরিকশার চাকা ফুটো করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে চালক মুস্তাকিন টেস্টারটি ছিনিয়ে নিয়ে উল্টো পুলিশ সদস্য সাঈদের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, আহত পুলিশ সদস্য সাঈদকে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক মো. মুস্তাকিনকে (৩৫) আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এসএ