ফেনীতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় রিপন (৫০) নামের পিকআপ চালক নিহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কামাল হোসেন (৫০) নামের আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত কামাল পিকআপের হেলপার।
পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে মহাসড়কের রামপুর সম্রাট মিলের সামনে একটি দ্রুতগামী ট্রাকের ব্রেক আটকে গাড়িটি হঠাৎ দাড়িয়ে যায়। ট্রাকের পেছনে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক চালক রিপনকে মৃত ঘোষণা করেন। হেলপার কামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, নিহত রিপনের (৫০) নাম জানা গেলেও ঠিকানা জানা যায়নি। হেলপার কামাল (৫০) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার আবুল হোসেনের ছেলে।