কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে অপহরণ করে বন্দি রাখা নারী–শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ দল।
বুধবার (০১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া গহিন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম–উল–হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
উদ্ধারকৃতদের মধ্যে ৩ বাংলাদেশি ছাড়া সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা হলেন, রোকেয়া (১৮), আসমা (১৬) রোকেয়া (১৬), মাহিয়া (১৮), মোকারমা (১৬), মোস্তাকিম (১২), বাজু বেগম (৪৫), শাহেদা বেগম (১৯), নুর সাদেকা (৭), শহিদুল (২১), জুবায়ের (১২), শাহেদ (৭), শাফি (২২) ইরফান (১৮), আনিসুর রহমান (১৭), জবান (১৪), রিনাই (১৩), জিহান (৩)।
নৌবাহিনী ও কোস্ট গার্ড জানায়, মানবপাচারকারীদের আটক করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।