গাজীপুরের কাশিমপুরে কালোবাজারে বিক্রির জন্য টিসিবি পণ্য নিয়ে যাওয়ার পথে জনতার হাতে সালেহা বেগম নামের এক নারী আটক হন। পরে পণ্যসহ ওই নারীকে তারা পুলিশের সোপর্দ করেন।
সোমবার (৫ জুন) দুপুরে জিএমপি কাশিমপুর থানার লতিফপুর বুড়া মার্কেট এলাকায় এসব পণ্য আটক করা হয়। পণ্যগুলোর মধ্যে রয়েছে ৬০ কেজি তেল ও ৬০ কেজি ডাল।
স্থানীয়দের অভিযোগ, কালোবাজারে বিক্রির জন্য এসব মালামাল নিয়ে যাচ্ছিলেন ওই নারী। ওই সময় ভ্যানটি আটক করে এলাকাবাসী। স্থানীয়রা পুলিশে খবর দিলে এসব মালামাল জব্দ করে ওই নারীকে আটক করে। টিসিবির কার্ড থাকা সত্বেও অনেককে পণ্য না দিয়ে শুধু পরিচিতদের মাঝে পণ্য বিতরণ করে আসছিলেন সরবরাহকারীরা।
জিএমপি কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে এসে পণ্য জব্দ করা হয়েছে ও অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জাহাঙ্গীর আলম/এমি/দীপ্ত নিউজ