বিশ্বকাপে আজ মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। তার আগে সন্ধ্যা ৭টায় পোল্যান্ড লড়বে আসরের চমক দেখানো সৌদি আরবের বিপক্ষে। আর রাত ১০টায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ ডেনমার্ক।
তিউনিশিয়া ও অস্ট্রেলিয়া। ফিফা রেঙ্কিংয়ে তাদের অবস্থান যথাক্রমে ৩০ আর ৩৮ হলেও, মাঠের লড়াইয়ে পার্থক্যটা অনেক। প্রথম ম্যাচে ডেনমার্কের সঙ্গে গোলশূণ্য ড্র করায়, এক পয়েন্ট তিউনিশায়ার। অন্যদিকে, ফ্রান্সের কাছে বড় ব্যবধানে হারায়, কিছুটা চাপে থাকবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকেল চারটায়, কাতারের আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।
গ্রুপ সির ম্যাচে, আসরে তাক লাগানো সৌদি আরবের প্রতিপক্ষ এবার পোল্যান্ড। প্রথম ম্যাচে মেক্সিকোর সাথে ড্র কোরে, পয়েন্ট ভাগাভাগি করে রবার্ট লেভানডোস্কির দল। আসরে টিকে থাকতে হলে, ভাঙতে হবে সৌদি রক্ষণ। এদিকে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোয়, সালিম আল দাউসারির দলের ওপর সমর্থকদের প্রত্যাশা বেড়ে গেছে। দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে, ম্যাচ শুরু হবে শনিবার সন্ধ্যা সাতটায়।
নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে, শক্তিমত্তার জানান দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এবারও শিরোপা ধরে রাখতে চাইবে তারা। প্রতিপক্ষ ডেনমার্ক, ফিফা রেঙ্কিংয়ে দশম দল হলেও, মাঠের পারফম্যান্সে বেশ পিছিয়ে। ফরাসিদের বিপক্ষে সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা। স্টেডিয়াম ৯৭৪-এ রাত ১০টায় মুখোমুখি হবে দু’দল।
দল বিবেচনায় শনিবারের সবচেয়ে বড় ম্যাচ বলা হচ্ছে, আর্জেন্টিনা-মেক্সিকোর লড়াইকে। সৌদি আরবের কাছে হেরে যাওয়ায়, বেশ চাপে রয়েছে মেসি বাহিনী। বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে, এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। অন্যদিকে পোল্যান্ডের সঙ্গে গোলশুন্য ড্র করে, ১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে এগিয়ে আছে মেক্সিকো। লুসাইল আইকনিক স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।