বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৪র্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থিরা।
রবিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টা থেকে গুলিস্তান, নগর ভবনের প্রধান ফটকের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।
ইশরাক সমর্থকেরা নগর ভবনের প্রধান ফটক আটকে অবস্থান দেওয়ায় সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। নগর ভবনের মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। তবে খোলা আছে পকেট গেট।
ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমর্থকেরা নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন। তাঁরা ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘টালবাহানা চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’—এমন নানা স্লোগান দেন।
কর্মসূচিতে অংশ নেওয়া পুরান ঢাকা থেকে আসা ফাতেমা বেগম বলেন, ‘গেজেট প্রকাশিত হওয়ার পরও তাঁকে শপথ করানো হয়নি। এটা অযৌক্তিক বিলম্ব। আমরা অনতিবিলম্বে তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানাই।’
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপি নেতা ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত করেন। তবে চলতি বছর ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধভাবে নির্বাচিত ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গেজেট প্রকাশ করে।
এসএ