শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা–কর্মচারী ব্যক্তিরা টানা ৩ দিনের ছুটি পাবেন।
বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।
এদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিন বন্ধ থাকবে।
তবে বাড়তি পাওনা হলো, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার–শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল–কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকা এ দিনটিতেও ঐচ্ছ্বিক ছুটি পাবেন বিদ্যালয়–মহাবিদ্যালয় ছাত্র–ছাত্রীরা।
এসএ