টাঙ্গাইলের দেলদুয়ারে ধানের জমিতে রাক্ষুসে মাছ চাষ করে ফসল নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ফাজিলহার্টী ইউনিয়নের এলাচিপুর উত্তর পাড়া এলাকার সাদারণ জনগণ এ মানববন্ধন করে।
এলাচিপুর উত্তর পাড়া নষ্ট হয়ে যাওয়া ধানের জমির পাশের রাস্তায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে কয়েকশত নারী–পুরুষ অংশগ্রহণ করে। জানা গেছে, এলাচিপুর উত্তর পাড়ায় প্রায় ১৩৩ বিঘা ধানের জমি রয়েছে। সম্প্রতি ধানের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে কৃষকদের না জানিয়েই মাছ চাষ শুরু করে পাশের এলাকার কয়েক জন মানুষ। এতে করে কৃষকের সব ধানগাছ মাছে খেয়ে নষ্ট করে ফেলে। এ বিষয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিস বরাবর অভিযোগ দিয়েছে স্থানীয় কৃষকরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা আলী জানান, আমি অভিযোগ পেয়েছি। এটা দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ