টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে লোকালয়ে পানি প্রবেশ করায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। এছাড়া তিনটি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৩ সে.মি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২২ সে.মি, ধলেশ্বরীর পানি এলাসিন পয়েন্টে ৯ সে.মি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সে.মি এবং ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৫ সে.মি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৪ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির কারণে জেলার ভূঞাপুর, নাগরপুর ও কালিহাতীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের তীব্রতা বেড়েছে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া, ভালকুটিয়া ও নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া, কোনাবাড়ি ও চিতুলিয়াপাড়া এলাকায়। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নূরুল আমিন জানান, টাঙ্গাইলে যমুনা নদীসহ জেলার ছোটবড় সকল নদ–নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ধারণা করছি, পানি বৃদ্ধি পেলেও বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই।
এসএ/দীপ্ত নিউজ