কঠিন সমীকরণকে মাথায় নিয়ে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হয়েছে দুই দল রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। দুদলের জন্য এই ম্যাচটি বাঁচা–মরার।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। এই ম্যাচে দুই দলের একাদশেই আছে চমক।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, নাহিদ রানা, রাকিবুল হাসান, টিম ডেভিড, আকিফ জাভেদ, আন্দ্রে রাসেল, জেমস ভিন্স।
খুলনা টাইগার্স একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, অ্যালেক্স রস, মোহাম্মদ নওয়াজ, জেসন হোল্ডার, শিমরন হেটমায়ার ও মোহাম্মদ মুশফিক হাসান।
আল