আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের বুলাওয়েতে শনিবার ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে ক্রিকেট নিয়ে সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা এ ম্যাচেও দেখা যাচ্ছে।
চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে টসের সময় ভারতের অধিনায়ক আয়ুষ মাথরে ও বাংলাদেশের বাংলাদেশের সহঅধিনায়ক জাওয়াদ আবরার একে অপরের সঙ্গে হাত মেলাননি। যা ম্যাচের আগেই আলোচনার জন্ম দেয়।
বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম তৈরি না হওয়ায় তিনি তার সহঅধিনায়ককে টস করতে পাঠান। টসের কয়েন ছিল আয়ুশের হাতে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে শূন্যে কয়েন ছোড়েন তিনি। আবরার টেল বলেন এবং বাংলাদেশ টস জেতে। তারপরই তাকে এড়িয়ে সরে যান আয়ুশ। বাংলাদেশের সহঅধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আবরারও হাত মেলানোর উদ্যোগ নেননি।
গত বছরের এশিয়া কাপ থেকে ভারত ও পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে এমন দৃশ্য ছিল নিয়মিত। ওই টুর্নামেন্টে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি। ভারতের অন্য ক্রিকেটারেরাও ম্যাচ শেষে একই পথে হাঁটেন। পরে ভারত–পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেট এবং নারী ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছে। এবার তাতে যুক্ত হলো বাংলাদেশের নাম!