ঝিনাইদহ চক্ষু হাসপাতালে ৭ কর্মচারিকে কারণ দর্শানোর নিদের্শ দিয়েছেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
বুধবার (৩১মে) সকাল ১০টার দিকে হাসপাতালটি পরিদর্শন কালে এ নির্দেশ দেন তিনি। এসময় বিভিন্ন দপ্তর এবং কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন জেলা প্রশাসক। বেশ কিছু অনিয়ম চোখে পড়ে তার (ডিসি)। অমার্জিত পোষাক পরিধান করে দায়িত্ব পালন করা ৭ জন কর্মচারিকে কারণ দর্শানোর নিদের্শ দেন তিনি। একই সাথে চক্ষু রুগীদের সেবা প্রদাণে আরো যত্নশীল হওয়ার জন্য চিকিৎসকসহ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।
এ সময় অন্ধ পূর্ণবাসন কেন্দ্রের ( চক্ষু হাসপাতাল) পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মিলন হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
৮০ শয্যার সুদৃশ্য ৫ তলা ভবনের বিশাল হাসপাতালটি জেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দেড় একর জমির ওপর ২০০৩ সালে কার্যক্রম শুরু করে। সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে এটি নির্মাণ করা হয়। প্রতি দিন গড়ে অন্তত পাঁচশতাধীক রুগী স্বল্প খরচে হাসপাতালটি থেকে সেবা পেয়ে থাকেন। বে–সরকারি পর্যায়ে এটি দেশের মধ্যে অন্যতম।
এদিকে বুধবার অনুরুপ ভাবে সিভিল সার্জন ডাক্তার শ্রভ্রা রানী দেবনাথ হাসপাতালটি পরিদর্শন করেন। দীর্ঘ কুড়ি বছরেও স্বাস্থ্য বিভাগের রেজিস্ট্রেশন না থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি।
আল/দীপ্ত সংবাদ