ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রাম থেকে গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে তাকে আটক করা হয়েছে। আটক শরিফুল ইসলাম কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার আনছার আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুকুরিয়া গ্রামে এসআই হুমায়ুন কবির ও কাবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় শরিফুল ইসলাম কে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক শরিফুলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে এর আগে মাদক মামলা রয়েছে।
এফএম/দীপ্ত সংবাদ