ঝিনাইদহে দুই সাংবাদিককে মামলায় সাক্ষী প্রদানের জেরে মারধর করেছে বিবাদী পক্ষের সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে আদালত চত্বরের প্রথম গেট থেকে বের হওয়ার পরপরই তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা ।
এ প্রসঙ্গে এখন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ষ্টাফ রিপোর্টার আব্দুর রহমান মিল্টন জানান, আমি বিগত ১৫/১২/২০১৮ ইং সালের জিআর মামলার এজাহারকারী বাদী। আজ ছিল সাক্ষী গ্রহণের দিন। স্বাক্ষী প্রদান শেষে আদালত হতে ইজিবাইকে চড়ে শহরের উদ্দেশ্যে রওনা হলে উক্ত মামলার আসামী শামিমুল ইসলাম শামীম(৫২) ও জহুরুল ইসলাম হিরো(৫২) আমাকে ও ডেইলি বাংলাদেশ প্রতিনিধি রামিম হাসানকে ডিসি অফিস সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে হত্যার উদ্দেশ্যে জামার কলার ধরে নামিয়ে নিয়া মাথাসহ শরীরের বিভিন্ন অংশে বেদমভাবে মারধর করতে থাকে। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোক ঘটনাস্থলে আসলে আসামিরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, জিআর মামলায় পরবর্তীতে অন্যান্য বাদীরা যাতে আদালতে সাক্ষী দিতে না পারে এবং আমি যাতে পরবর্তীতে আদালতে না যেতে পারি সেজন্য আসামিরা এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে মামলার বাদী হিসাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো ।
এসএ/দীপ্ত নিউজ