ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হিরাডাঙ্গা–সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন মনিরুল ও রাশেদের সমর্থক এবং আবুল বাশার আলমের সমর্থক ইব্রাহিম হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সোমবার দুপুরে ৩০/৩৫ জন সংঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইব্রাহিমের বাড়িতে হামলা করে। সে সময় বাড়িঘর ভাংচুরসহ ড্রেসিন টেবিলের ড্রয়ারে থাকা নগদ ২ লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৪ টি গাভী গরু লুট করে নিয়ে যায়।
এছাড়াও পুলিশের সহযোগিতায় কিছু মালামাল স্থানান্তর করার সময় মালামাল গুলো কুপিয়ে ও ভেঙ্গে তছনছ করে দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় ইব্রাহিম বাদী হয়ে সোমবার রাতে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলামকে হুকুমের আসামী করে সদর থানায় ৩২ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
সদর থানার ওসি শাহিন উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/দীপ্ত নিউজ