মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫

ঝালকাঠিতে গ্যাস সরবরাহের দাবিতে সমাবেশ ও স্বারক লিপি প্রদান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভোলার গ্যাস ঝালকাঠিসহ বরিশাল বিভাগের শিল্পাঞ্চল, আবাসিক খাতে সংযোগ প্রদানের দাবীতে সমাবেশ ও স্মারকলিপি দেয়া হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনগনকে বঞ্চিত করে বিদেশী কোম্পানীর মাধ্যমে ঢাকাসহ অন্যত্র সরবরাহ করার চুক্তি বাতিলের দাবি তোলা হয় সমাবেশে। ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন ঝালকাঠি জেলা কমিটির আহবায়ক মো: ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব প্রশান্ত দাস হরি,যুগ্ম আহবায়ক সাংবাদিক মো:খলিলুর রহমান মৃধা,নলছিটির নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু,অধ্যক্ষ শাহজাহান, সিপিবি ঝালকাঠি জেলা কমিটির সভাপতি স্বপন সেন গুপ্ত, বাসদ বরিশালের নেতা রমজান আকন ও আলআমীন বাকলাই সহ আরো অনেকে।

বক্তারা বলেন, ভোলার গ্যাস ফিল্ডে প্রচুর পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। দক্ষিণাঞ্চলের জনগনকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকা সহ ময়মনসিংহ ও গাজীপুরে গ্যাস সরবরাহ করার চুক্তি করছে সরকার। এই অন্যত্র সরবরাহ করা চুক্তি বাতিল করে ঝালকাঠি সহ বরিশাল বিভাগের সকল জেলায় গ্যাস সরবরাহ করতে হবে।

সমাবেশ শেষে দুপুর ১২ টারদিকে ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

 

খালিদ হাসান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More