বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে প্রায় আট মাস ধরে তিন ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে তৈরি করা জুলাই জাতীয় সনদ, ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে আজ।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা এবং রাজনৈতিক দলগুলোর দুজন করে প্রতিনিধি এই সনদে সই করবেন।
গত ১৪ অক্টোবর সনদের চূড়ান্ত কপি সব রাজনৈতিক দলের কাছে তুলে দেয়া হয়। অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে দেশবাসীকে আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
তবে এরইমধ্যে কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি–এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জানিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কি–না তা জানতে হলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি–সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ, বাসদ–মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ এই চারটি দলও সনদে সই করবে না বলে জানিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে দলগুলো জানায়, জুলাই সনদের প্রথম অংশে পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস সঠিকভাবে উপস্থাপিত হয়নি এবং বারবার সংশোধনী দিলেও সেগুলো সন্নিবেশিত করা হয়নি।