জুলাই জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’(ভিন্নমত) বলে কিছু থাকবে না। যা ঐকমত্য হয়েছে, তার বাকিটা ঠিক করবে জনগণ। জনগণ যদি বলে, তাহলে সেগুলো বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমি কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ‘ আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস‘কে দিতে হবে।
তিনি বলেন, ‘আশা করি খুব দ্রুত সময়ে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাবো। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’
তিনি আরও বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের সব অংশীদারকে আগামী সংসদে থাকা উচিত। আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে।
এনসিপি আহ্বায়ক বলেন, আগামীর যে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ, সেখানে তরুণ, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘুসহ সমাজের নানা পেশাজীবীসহ সবাই মিলে ‘জুলাই সনদ‘ বাস্তবায়ন করা হবে। এর আগে অবশ্যই তাঁদের এখনকার দাবি গণভোট।
নাহিদ বলেন, ‘বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। সিস্টেমে পরিবর্তন না আসলে ব্যার্থ হবে গণঅভ্যুত্থান, ঐক্যমত কমিশন, নির্বাচন।’
অনুষ্ঠানে ইউটিএফ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। সদস্য সচিব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অধ্যাপক শামীম হামিদী। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন ইউটিএফ ঘোষণাপত্র পাঠ করেন সিরাজুল ইসলাম।
এসএ