জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে সারাদেশে যারা শহীদ হয়েছেন তাদের ‘জাতীয় শহীদ’ ও সংস্কার কার্যক্রমে সফলতার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস‘কে ‘জাতীয় সংস্কারক’ কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ জুলাই) রিট আবেদনে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একই সঙ্গে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা কেন করা হবে না, রুলে তা–ও জানতে চেয়েছেন হাইকোর্ট।
আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সচিব‘কে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
এসএ