জলাবদ্ধতা ও যানজটমুক্ত পরিচ্ছন্ন গাজীপুর সিটি গড়তে, ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান। এদিকে, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে মাঠে থাকবেন তিনি।
রবিবার ( ২১ মে ) সকালে গাজীপুর শহরের প্রকৌশল ভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণার আয়োজন করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান। আয়তনে দেশের সবচেয়ে বড় এই সিটি নিয়ে তুলে ধরনে তার পরিকল্পনা। এর অন্যতম হলো– জলাবদ্ধতা নিরসন ও যানজটমুক্ত নগর গড়ে তোলা।
গাজীপুর শহরকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার উপরও গুরুত্ব দেওয়ার কথা জানান এই প্রার্থী। এদিকে, ২৩ মে মধ্যরাতে শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচার–প্রচারণা। তাই এখন ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। সকাল থেকে বিভিন্ন এলাকায় প্রচার চালান মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি।
৩২৯ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপর সিটিতে ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। ২৫ মে সব কেন্দ্রে ইভিএমে ভোট হবে।
আল/দীপ্ত সংবাদ