সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (১০ এপ্রিল) সকালে চট্টগ্রামের দেওয়ানজি পুকুর পাড়ের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোমালীয় জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও জিম্মি নাবিকদের নিয়ে উদ্বেগের কারণ নেই। নাবিকরা সুস্থ আছেন। জাহাজ ও নাবিকদের উদ্ধারে অল্প সময়ের মধ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে মুক্তির সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি।
আরও পড়ুন: জিম্মি ‘এমভি আবদুল্লাহ’ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করল সোমালিয়ান জলদস্যুরা
হাছান মাহমুদ বলেন, রোজায় পণ্যমূল্য নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী যেমন সক্রিয় হয়, তেমনি এবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেছে বিএনপি। তবে এবার এরা কেউ সফল হয়নি।
উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আবর আমিরাতগামী বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটিতে ২৩ জন নাবিক রয়েছেন। যাদের সবাই বাংলাদেশি নাগরিক।
রুনা আনসারী/এমবিআর