বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে দলীয় রাজনীতি এবং ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তোলেন জাহানারা। বিসিবি তখন সেই অভিযোগ আমলে নেয়নি। তবে আরেক সাক্ষাৎকারে যৌন হেনস্তা, শারীরিক নির্যাতন, দলীয় রাজনীতি ও ক্যারিয়ার ধ্বংসের মতো গুরুতর অভিযোগে তিনি দায়ি করেন সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রয়াত নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াজ, কর্মকর্তা বাবু, কোচ ইমন, ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি, পিংকি, নাহিদা ও রিতু মনিকে।
এর মধ্যে মঞ্জু ও তৌহিদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন জাহানারা।