মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

জার্মানির বার্লিনে ওষুধের তীব্র সংকট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা:

জার্মানির বার্লিনে ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। অন্তত তিনশো ধরনের ওষুধ পাচ্ছেন না ক্রেতারা। এতে চরম বেকায়দায় পড়েছেন ক্যান্সার ও ডায়াবেটিসসহ জটিল রোগে আক্রান্তরা। এর জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করছে কর্তৃপক্ষ।

এক দোকান থেকে অন্য দোকানে ওষুধের জন্য মরিয়া হয়ে ঘুরছেন সেখানকার বাসিন্দারা। কিন্তু অনেকেই ফিরছেন খালি হাতে।

বার্লিনের এক বাসিন্দা বলেন “আমার ছেলে খুব অসুস্থ, তাকে অ্যান্টিবায়োটিক নিতে হয়। কিন্তু আমি সেটা পাইনি। পরে ডাক্তার অন্য ওষুধ নিতে বলেছেন” আমার একটি অ্যান্টিবায়োটিক দরকার ছিল। কিন্তু সেটি পাওয়া যায়নি। আমার চিকিৎসকও বলেছিলেন যে এটি আর বার্লিনে পাওয়া যাবে না”

হাতের কাছে প্রয়োজনীয় ওষুধ না থাকায় উদ্বিগ্ন বার্লিনের বাসিন্দারা।

তিনি আরও বলেন “সবার কাছে যা শুনছি, পরিস্তিতি খুব খারাপ। এজন্য সরকারের আরও কিছু করা দরকার। গুরুত্বপূর্ণ ওষুধগুলি ইউরোপেই তৈরি করতে হবে।ভারত বা চীনের উপর নির্ভরশীলতা কমাতে হবে। ভারতে যেহেতু প্রচুর ওষুধ তৈরি হয়। যদি সেখানে সংকট দেখা দেয়, তাহলে আমাদের কী হবে”

বিমা কোম্পানিগুরোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ অনেকের। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় সমস্যা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে এই সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More