শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনি শিকার ও গ্রেপ্তার রিকশাচালক মো. আজিজুর রহমান‘কে (২৭) জামিন দিয়েছেন আদালত।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম আদালত তার জামিন মঞ্জুর করেন।
আজিজুর রহমানের পক্ষে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি।
আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী গণমাধ্যমকে বলেন, ৩২ নম্বরে ফুল দিতে এসে ‘মব ভায়োলেন্স’–এর শিকার হয়েছে এই রিকশাচালক। এখন তাকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
আজিজুর বলেন, ‘আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এসেছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।’
এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) রাজধানী ধানমন্ডির ৩২–এ ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এসএ