জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর ভাটারা এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে সোমবার (১৯ মে) তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন একই আদালত।
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ভাটারা থানাধীন এলাকায় একটি সহিংস ঘটনার পর দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী ফারিয়াসহ আরও ১৬ জন শোবিজ তারকাকে আসামি করা হয়।
বাদী এনামুল হকের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ২৮৩ জন সদস্য ও আরও তিন–চারশ’ অজ্ঞাত ব্যক্তি ওই আন্দোলনের বিরোধিতা করেছিলেন। মামলায় বলা হয়, অভিযুক্তরা আওয়ামী লীগের অর্থনৈতিক পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতেন এবং তা ব্যবহার করে আন্দোলন দমন করায় সহায়তা করেন।
রবিবার (১৮ মে) সকালে নুসরাত ফারিয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করলে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে থামিয়ে দেয় এবং আটক করে। এরপর তাকে পুলিশের হেফাজতে রাখা হয়।
সোমবার (১৯ মে) সকালে ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় এবং তাকে হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ–পরিদর্শক বিল্লাল ভূঁইয়া আদালতে ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
একদিন পর, মঙ্গলবার শুনানিতে আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর জামিন মঞ্জুর করেন।