দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুরের নির্বাচনী প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে হঠাৎ করেই আ.লীগের ১৫–২০ জন নেতাকর্মী এসে ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তারা প্রচার কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ওই প্রচার কেন্দ্রের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমের বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে।
তবে এ ঘটনা অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ–১ আসনে নৌকার প্রার্থীর প্রচার অফিসে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী দোহা পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতের আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে, নীলফামারী–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায়, জেলা জাতীয় পার্টির সহ–সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিককে, দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ