গনতন্ত্র প্রচারের জন্য গণমাধ্যমের সক্ষমতা জোরদার করনে নির্বাচনকালীন রিপোর্টিং এর উপর জামালপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৪আগস্ট) বিকেলে জেলা পরিষদের মিলনায়তনে নিউজ নেটওয়ার্ক, ইউএস এইড ও ইন্টারনিউজ এর আয়োজনে জামালপুরের ২০জন সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো,ইমরান আহমেদ, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ, জিয়াউর রহমান,শহীদুজ্জামান, শোয়েব আব্দুলাহ, ফজলে এলাহী মাকাম অনুষ্ঠানের সমন্বয়কারী শুভ্র মেহেদীসহ অন্যান্যরা।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু ও তানভীর আহমেদ হীরা তিন দিনের প্রশিক্ষণ অভিজ্ঞতা বর্ণনা করেন।নির্বাচনকালীন সময় তাদের করণীয়, বর্জনীয় সাংবাদিকতার দায়িত্ব বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করা হয়েছে এই প্রশিক্ষণে।
পরে সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গণতন্ত্র প্রচার ভোট দান প্রক্রিয়া ও সাংবাদিকতায় দক্ষতা এবং পেশাগত মান উন্নয়ন ঘটবে।সেই সাথে নির্বাচন হবে উৎসমুখর।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ