জামালপুরে সহকর্মীর ছুরির আঘাতে হাবিল মিয়া নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক রংমিস্ত্রি চাঁন মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) রাত ৮টার দিকে শহরের মুকুন্দবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হাবিল মিয়া জামালপুর শহরের উত্তর কাচারিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে শহরের মুকন্দবাড়িতে চান মিয়ার ভাড়া বাসায় মাদক সেবন করছিলো রংমিস্ত্রি হাবিল ও চাঁন মিয়া। মাদক সেবনের এক পর্যায়ে হঠাৎ চাঁন মিয়ার মা–বোনকে জড়িয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হাবিল। এরপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে থাকা ধারালো ছুরি দিয়ে হাবিলকে আঘাত করে চাঁন মিয়া। পরে হাবিলের চিৎকারে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এসময় ঘটনাস্থল থেকেই চাঁন মিয়াকে আটক করে পুলিশ।
এমি/দীপ্ত সংবাদ