জামালপুরে বাস ও ব্যাটারিচালিতরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ২ জন নিহত। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসে অগ্নিসংযোগ করলে প্রতিবাদে বাস মালিক, চালক ও শ্রমিকরা সড়ক অবরোধ করে।
রবিবার (২ মার্চ) সকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুর–ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা অটোরিক্সার চালক ও যাত্রীদের গুরুত্বর অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অটোচালক আবুল কাসেমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তিন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও চিকিৎসাধীন অবস্থায় আরো এক যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে ঘাতক বাসটিকে আটক করে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে দুপুরে পৌর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় সড়ক অবরোধ করে বাস মালিক, চালক ও শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন ।
হীরা/আল