জামালপুরে পানি কিছুটা কমলেও নদ নদীর পানি বৃদ্ধি থাকায় বন্যা অপরিবর্তিত রয়েছে। পানিবন্দি রয়েছে দুই লাখ মানুষ।
গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৯ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৭৮ সেন্টিমিটার এবং সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ৫ সেন্টিমিটার কমে বিপদ সীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ কমেনি।
পাহাড়ি ঢলে জেলার যমুনা, ব্রহ্মপুত্র সহ সকল নদ–নদীর পানি বৃদ্ধি থাকা ছয় উপজেলার ৪৮টি ইউনিয়নে দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে।
পানি স্থিতিশীল থাকায় বন্যা অপরিবর্তিত রয়েছে।পানিতে ডুবে আছে ৮হাজার হেক্টর ফসলী জমি সহ আঞ্চলিক সড়ক। বন্ধ আছে যোগাযোগ ব্যবস্থা। বন্যার কারনে ৩২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে, লোকালয় পানি প্রবেশ করায় ভোগান্তি বেড়েছে মানুষ। বন্যা কবলিত এলাকায় শিশু ও গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।
জেলা প্রশাসকের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ৫শত মেট্রিক টন চাল, নগদ ১০লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
হীরা/ আল/ দীপ্ত সংবাদ