জামালপুর জেলায় ঘন কুয়াশা সেই সাথে হিমেল হাওয়ায় হাড় কাপানো শীতে জেলার মানুষ বিপর্যস্ত হয়ে পড়ছে।
গতদুই দিন ধরে তাপমাত্রা কমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
রাতে বৈদ্যুতিক পাখা বন্ধ করে দিয়ে শীতের গরম কাপড় বের করতে শুরু করেছে এ জনপদের মানুষ। সন্ধ্যা থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ছে জেলার বিভিন্ন এলাকা।
ভোরের আলো দেড়িতে এক ঝলক দেখা দিলেও ফুরিয়ে যাচ্ছে অতি সহজেই।
সন্ধ্যার সাথে সাথে ঘনিয়ে আসতে থাকে ঘন কুয়াশার দাপট সাথে কনকনে হিম বায়ু। কর্ম ব্যস্ত শহর ফাঁকা হতে শুরু হয়। এতে বিপাকে পরেছে সাধারন কর্মজীবি মানুষ।
জেলায় শীতের কারনে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ।
এসএ/দীপ্ত নিউজ