জামালপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, মা ও শিশু, হতদরিদ্র কর্মসূচি ভাতা, ভিজিডি, টিসিবিসহ উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
শরিফপুর ইউনিয়ন পরিষদ আয়োজনে ইউপি চেয়ারম্যান রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।
সভায় বক্তারা বলেন, দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আগামী দিনে ভাতা বৃদ্ধিসহ আরও বেশি সংখ্যক মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিরেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেনসহ আরও অনেকে।
এসএ/দীপ্ত নিউজ