জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র—যেখানে বিভাজন নয়, বরং আশা, নিরাময় ও ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী আয়োজিত ‘পলিসি সামিট–২০২৬’–এ প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র গঠনে বিশ্বাস করে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে, প্রশাসনিক কাঠামো হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং ধর্ম–বর্ণ–লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে।
জামায়াত আমির বলেন, গত ১৭ বছরে শাসনব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, জবাবদিহি কমেছে এবং নাগরিকদের কণ্ঠস্বর সংকুচিত হয়েছে।
আসন্ন গণভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমরা যদি সুযোগ পাই বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবো। নারীরা দেশের মোট আয়ে অংশগ্রহণ করছে, নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করবো। আমাদের একটি সম্ভাবনাময় তরুণ প্রজন্ম রয়েছে, তারা দেশের সম্ভাবনার জন্য কাজ করছে। আমার দলও তাদের জন্য করবে।
ডা. শফিকুর রহমান বলেন, এটা নতুন বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বে নতুন যাত্রা শুরু করেছে। অর্থীনীতিতেও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পার্টনার হয়ে কাজ করবে বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে। আমাদের দলও সবার সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে।
এর আগে, সকাল ৯টায় কোরআন তেলাওয়াত মাধ্যমে ‘পলিসি সামিট–২০২৬’ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এসএ