জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) সঙ্গে কোনো নির্বাচনী জোট না করার জন্য প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের সময় এ অনুরোধ করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক।
এ সময় তার সঙ্গে ছিলেন মুখপাত্র মামুনুর রশীদ ও ছেলে সাদ এরশাদ।
বৈঠক শেষে বেরিয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ‘জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছেন। নির্বাচন নিয়ে জিএম কাদেরের কর্মকাণ্ডে আমার সমর্থন নেই। আমার ছেলের জায়গায় উনি ইলেকশন করছেন।’
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে রওশন বলেন, ‘এখন তো আর সময় নেই।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়া সাদ এরশাদ বলেন, ‘পার্টিকে ভাগ করে ফেলেছেন জি এম কাদের। যেখানে মা বেঁচে আছে, আমিও সুস্থ। আমি রংপুর–৩ আসনের বর্তমান এমপি। আমাকে মনোনয়ন না দিয়ে উনি দাঁড়িয়েছেন। এটা ঠিক করেন নাই। প্রধানমন্ত্রী আমাদের কথা শুনে মনঃক্ষুণ্ন হয়েছেন।’
নিজেদের জাতীয় পার্টিকে মূল দাবি করে সাদ বলেন, রওশন এরশাদ ও সাদ এরশাদ যদি না থাকে, তাহলে জাতীয় পার্টি কোথায়?
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হননি ছয়বারের সংসদ সদস্য রওশন এরশাদ। রওশনের নির্বাচনী এলাকা ময়মনসিংহ–৪ (সদর) আসনে স্থানীয় এক নেতাকে মনোনয়ন দিয়েছে জাপা। ওই আসনে নৌকার প্রার্থী দিয়েছে আওয়ামী লীগও।
এসএ/দীপ্ত নিউজ